৮নং সোনাইছড়ি ইউনিয়ন এ কৃত্রিম প্রজনন কেন্দ্র গড়ে ওঠেনি। তবে পার্শ্ববর্তি কুমিরা ইউনিয়ন থেকে সেবা সংগ্রহ করা যাবে। নিম্মে তা উল্লেক করা হলঃ-
ক্রমিক নং |
নাম |
কেন্দ্রের নাম |
অবস্থান |
সেবাসমুহ |
মন্তব্য |
১ |
জনাব এমদাদুল ইসলাম চৌধুরী এ.এফ.(এ,আই) |
কুমিরা পয়েন্ট |
কুমিরা ইউ পি কমপ্লেক্স |
কৃত্রিম প্রজনন, প্রাথমিক চিকিৎসা সেবা,কৃমিাশক ক্যাম্পেইন, টিকা পদান ইত্যাদি। |
|
# এখানে কি কি সেবা দেওয়া হয়ঃ-
১।কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়ন করা হয়।
২।কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর অধিক দুধ ও মাংস উৎপাদন করা হয় ।
৩।কৃষক ভাইদের উন্নত জাতের ঘাস চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
৪।গবাদি পশুকে মোটা-তাজাকরণ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।
৫।গবাদি পশুকে কৃমি নাশক ঔষধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়।
৬।হাঁস-মুরগী পালন ও খামার স্থাপনের জন্য পরামর্শ দেওয়া হয়।
৭।গবাদি পশুর প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ দেওয়া হয়।
৮।গবাদি পশুর কৃত্রিম প্রজনন সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করা হয়।
পশু চিকিৎসকঃ
মোঃ হৃদয়
মোবাইল নং- 01817-726727
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস