Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কৃত্রিম প্রজনন কেন্দ্র

৮নং সোনাইছড়ি ইউনিয়ন এ কৃত্রিম প্রজনন কেন্দ্র গড়ে ওঠেনি। তবে পার্শ্ববর্তি কুমিরা ইউনিয়ন থেকে সেবা সংগ্রহ করা যাবে। নিম্মে তা উল্লেক করা হলঃ-

ক্রমিক নং

নাম

কেন্দ্রের নাম

অবস্থান

সেবাসমুহ

মন্তব্য

জনাব এমদাদুল ইসলাম চৌধুরী

এ.এফ.(এ,আই)

কুমিরা পয়েন্ট

কুমিরা ইউ পি কমপ্লেক্স

কৃত্রিম প্রজনন, প্রাথমিক চিকিৎসা সেবা,কৃমিাশক ক্যাম্পেইন, টিকা পদান ইত্যাদি।

 

এখানে কি কি সেবা দেওয়া হয়ঃ-

১।কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়ন করা হয়।

২।কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর অধিক দুধ ও মাংস উপাদন করা হয় ।

৩।কৃষক ভাইদের উন্নত জাতের ঘাস চাষ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

৪।গবাদি পশুকে মোটা-তাজাকরণ বিষয়ে পরামর্শ দেওয়া হয়।

৫।গবাদি পশুকে কৃমি নাশক ঔষধ খাওয়ানোর পরামর্শ দেওয়া হয়।

৬।হাঁস-মুরগী পালন ও খামার স্থাপনের জন্য পরামর্শ দেওয়া হয়।

৭।গবাদি পশুর প্রাথমিক চিকিসা ও পরামর্শ দেওয়া হয়।

৮।গবাদি পশুর কৃত্রিম প্রজনন সম্পর্কে জনগণকে উদ্বুদ্ধ করা হয়।

পশু চিকিৎসকঃ 

মোঃ হৃদয় 

মোবাইল নং- 01817-726727