ইউনিয়ন পরিচিতিঃ
প্রাকৃতিক সূন্দর্যের লীলা ভূমি সীতাকুন্ড উপজেলার একটি ঐতিহ্য বাহী ইউনিয়ন হলো সোনাইছড়ি ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ সোনাইছড়ি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় শিক্ষা, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জল।
এক নজরে সোনাইছড়ি
ইউনিয়ন পরিচিতিঃ
প্রাকৃতিক সূন্দর্যের লীলা ভূমি সীতাকুন্ড উপজেলার একটি ঐতিহ্য বাহী ইউনিয়ন হলো সোনাইছড়ি ইউনিয়ন। কাল পরিক্রমায় আজ সোনাইছড়ি ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় শিক্ষা, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজ ও সমুজ্জল।
০১। ইউনিয়নের নামঃ ৮নং সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ।
০২। লোক সংখ্যাঃ আনুমানিক ৫৫,০০০ জন।
০৩। আয়তনঃ ১৩ বর্গ কিলোমিটার।
উত্তরে-কুমিরা, দক্ষিণে-ভাটিয়ারী,
পুর্বে হাটহাজারী, পশ্চিমে-সন্দ্বীপ চ্যানেল।
০৪। হাট বাজারঃ ০৪ টি।
০৫। সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০৫ টি।
০৬। বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ ০৩ টি।
০৭। কিন্ডার গার্ডেনঃ ০৪ টি।
০৮। বেসরকারী মাধ্যমিক বিদ্যালয়ঃ ০৫ টি।
০৯। মাদ্রাসাঃ ০২ টি।
১০। সরকারী অফিসঃ ০২ টি।
১১। ব্যাংকঃ ০২ টি।
১২। পোষ্ট অফিসঃ ০৩ টি।
১৩। বিশ্ববিদ্যালয়ঃ ০১ টি।
১৪। কলেজঃ ০১ টি।
১৫। বেসরকারী অফিস (NGO)- ০৫ টি।
১৬। স্বাস্থ্য ক্লিনিকঃ ০২ টি।
১৭। শিক্ষার হারঃ ৬০ %।
১৮। মসজিদঃ ৪২ টি।
১৯। মন্দিরঃ ০৮ টি।
২০। গীর্জাঃ ০১ টি
২১। পাটকলঃ ০২টি।
২২। সিমেন্ট ফ্যাক্টরীঃ ০১টি।
২৩। অটো ষ্টীল রি-রোলিং- ০৩টি।
২৪। রি- রোলিং মিলসঃ ১৮টি।
২৫। প্রেট্রোল পাম্প/ সি.এন.জিঃ ০৪টি।
২৬। লজিষ্টিক /কন্টেইনার ডিপোঃ ০২টি।
২৭। L.P.G(প্রিমিয়ার)Total Gas: ০১টি।
২৮। অক্সিজেন গ্যাস ফ্যাক্টরীঃ ০৯টি।
২৯। শীপ ব্রেকিং ইয়ার্ডঃ ৪১টি।
৩০। ওয়ার হাউজঃ ০৫টি।
৩১। কবর স্থানঃ ২৫টি।
৩২। মাজার দরগাহঃ ০৪টি।
৩৩। পানি বিশুদ্ধকরণ প্রতিষ্ঠানঃ ০২টি।
৩৪। মোট জমিঃ ৪০০০ হেক্টর
-আবাদী জমি ২৪০০ হেক্টর
-অনাবাদী জমি ১০০ হেক্টর
স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, বসতবাড়ি, খালবিল ও মিল-কারখানা - ১৬০০ হেক্টর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS