৮নং সোনাইছড়ি ইউনিয়ন এর নাম করন করা হয়েছিল সোনাইছড়ি খালের নামের উপর ভিত্তি করে। সোনাইছড়ি খাল পাহাডের উপকুল থেকে বয়ে আসা অবিরাম পানির স্রোতে কারনে তরি হয়েছিল সোনাইছড়ি খাল আর এর নামানুসারেই এই ইউনিয়নের নাম রাখা হয় সোনাইছড়ি ইউণিয়ন। অন্য মতে লোক মতে কথিত আছে যে সোনাইছড়ি ইউনিয়ন এর নাম করা হয়েছিল সোনাইছড়ি খালের উপর দিয়ে স্বর্নের তৈরি নৌকা এই কারনে এর নাম করন করা হয়েছিল সোনাইছড়ি ইউনিয়ন।